আন্তর্জাতিক ডেস্ক : মিশরের রাজধানী কায়রোতে একটি পাঁচতলা ভবন ধসে পড়েছে। এতে অন্তত ৯ জন নিহত হয়েছেন। এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন অনেকে। তাদের উদ্ধারে অভিযান চলছে। এ খবর দিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা।
খবরে জানানো হয়, কায়রো শহরের কেন্দ্র থেকে মাত্র ২ মাইল দূরে এই ভবন ধসের ঘটনা ঘটেছে। ঘটনায় চার জন গুরুতর আহত হয়েছেন, যাদেরকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহতের পরিবারকে ১৯০০ ডলার করে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছে মিশর সরকার। এছাড়া আহতদের চিকিৎসার ভারও সরকার গ্রহণ করবে।
কীভাবে ভবনটি ধসে পড়েছে তা এখনও জানা যায়নি। মিশরে ভবন ধস বেশ নিয়মিত ঘটনা বলে রিপোর্টে লিখেছে আল-জাজিরা অনলাইন। এতে বলা হয়, রক্ষণাবেক্ষণের কমতিই এই ভবন ধসের প্রধান কারণ।
গত সপ্তাহেই আরেকটি ভবন ধসে পড়ে ৪ জন প্রাণ হারায় মিশরে। গত মাসে ১৩ তলা ভবন ধসে মিশরের আলেক্সান্দ্রিয়াতে ১০ জন মারা যান। ২০২১ সালে কায়রোতে একটি ভবন ধসে পড়ে ১৮ জনের মৃত্যু হয়েছিল।