১১ নারীকে যৌন হয়রানির অভিযোগে কিশোর আটক
ইউকে বিডি নিউজ
প্রকাশিত হয়েছে : ৭:০৯:৫০,অপরাহ্ন ১১ আগস্ট ২০২০ 
১৭ দিনে ১১ জন একাকি নারী ও কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে এক কিশোরকে আটক করা হয়েছে।ইংল্যান্ডের চেলটেনহামের হাথারলি এলাকায় গত ২১ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত যৌন হয়রানির ঘটনা ঘটিয়েছে ১৭ বছর বয়সী ওই কিশোর।পুলিশ বলছে,একাকি হেঁটে চলা নারী কিংবা সাইকেল চালিয়ে কোনো নারীকে যেতে দেখলে যৌন হয়রানি করতো ওই কিশোর।হুট করেই নারীদের জড়িয়ে ধরা বা চড় মারা ছিল তার নেশার মতো।অভিযোগ পেয়ে সাদা পোশাকে ঘুরে বেড়ায় পুলিশ। অবশেষে গত শুক্রবার বিকেলে অভিযুক্তকে আটক করা হয়।এ ব্যাপারে এখন তদন্ত চলছে।আটক কিশোর যে ঘটনাগুলো ঘটিয়ে,ওই এলাকার সিসিটিভি ক্যামেরায় সেগুলো ধরা পড়েছে। সেই ভিডিওগুলো খতিয়ে দেখছে পুলিশ।সূত্র : মেট্রো