তিন বার পিছিয়ে অবশেষে বিয়ে করলেন ড্যানিশ প্রধানমন্ত্রী

অবশেষে এলো শুভদিনের সেই তারিখ। একরকম গোপনেই বিয়ে সারলেন প্রধানমন্ত্রী। দীর্ঘদিনের বন্ধু থেকে প্রেমিক বো টেংবার্গকে বিয়ে করলেন ড্যানিশ প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন।বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের তাণ্ডবে উল্টেপাল্টে গেছে সব কিছু। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রীতিমতো গলদঘর্ম অবস্থা বিশ্বের তাবড় তাবড় নেতাদের।করোনার মারণ থাবা পড়েছে ডেনমার্কেও। জারি করা হয় লকডাউন। কড়াকড়ি আরোপ করা হয় সব ধরনের সামাজিক অনুষ্ঠানের ওপর। এমন পরিস্থিতিতে স্বয়ং প্রধানমন্ত্রীর বিয়ে করাসম্ভব ছিল না। আর সে কারণে এবং তার দফতরের কাজের চাপে বিয়ের তারিখ পিছিয়ে দেন ড্যানিশ প্রধানমন্ত্রী। একবার নয়, তিনবার বিয়ের তারিখ পেছাতে হয় তাকে।চতুর্থ দফায় সফল হলেন, বিয়েটা করেই ফেললেন।