তিন বছর পর ফিরেই উইকেট শফিউলের

লঙ্কান শিবিরে প্রথম আঘাত হানলেন টাইগার পেসার শফিউল ইসলাম। দলীয় ১০ রানে তার বলে স্লিপে সৌম্যর হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে গেছেন শ্রীলঙ্কা দলের ওপেনার আভিস্কা ফার্নান্দো। আউট হবার আগে তিনি ১৩ বলে ৭ রান করেন।এ প্রতিবেদন লেখা পর্যন্ত লঙ্কানদের সংগ্রহ ৪ ওভারে ১ উইকেটে ১৩ রান। মাঠে অপরাজিত আছেন দিমুথ করুনারত্নে (০৫ রান) ও কুশল পেরেরা (০১ রান)।এর আগে শুক্রবার (২৬ জুলাই) কলম্বোতে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে। ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় বেলা ৩টায়। সরাসরি সম্প্রচার করছে বিটিভি।এ ম্যাচের মধ্য দিয়ে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের ১৪তম অধিনায়ক হলেন তামিম। তবে ওপেনার হিসেবে বাংলাদেশের পক্ষে টস করা দ্বিতীয় খেলোয়াড় তিনি। তামিমের আগে শুধুমাত্র হাবিবুল বাশার বাংলাদেশের পক্ষে ওপেনার হিসেবে টস করেছেন।বাংলাদেশ-শ্রীলঙ্কা মুখোমুখি ওয়ানডেতে হয়েছে মোট ৪৫বার। ৭বার জিতেছে টাইগাররা। ৩৬বার হাসিমুখে মাঠ ছেড়েছে লঙ্কানরা। ২ ম্যাচে হয়নি কোন ফল। তবে সবশেষ দেখায় জয় তুলে নিয়েছিল টাইগাররা। আজ সেই তৃপ্তি নিয়েই নেমেছেন তামিম ইকবালরা।
বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সাব্বির রহমান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন এবং শফিউল ইসলাম।
শ্রীলঙ্কা একাদশ
দিমুথ করুনারত্নে (অধিনায়ক), কুশল পেরেরা, আভিস্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, লাহিরু থিরিমান্নে, ধনাঞ্জয়া ডি সিলভা, থিসারা পেরেরা, নুয়ান প্রদীপ, লাহিরু কুমারা এবং লাসিথ মালিঙ্গা।