সালমানের সঙ্গে কি সত্যিই গাটছাড়া বাঁধছেন ক্যাটরিনা?

সালমান খানের সঙ্গে যে ক্যাটরিনা কাইফের প্রেমের সম্পর্ক ছিল, এ কথা পরোক্ষে স্বীকার করেন বলিউডের অনেকেই। ২০০৯-এর আগে তারা নাকি চার বছর ডেটও করেছিলেন। কিন্তু কখনও সেই সম্পর্ককে বিয়ে পর্যন্ত নিয়ে যাওয়ার কথা ভাবেননি। সেই সম্পর্ক থাকতেই রণবির কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ান ক্যাটরিনা। শেষতক সেই সম্পর্কও টেকেনি।
ক্যাটরিনার আগে সাবেক বিশ্ব সুন্দরী ও অভিনেত্রী ঐশ্বরিয়া রায়ের সঙ্গে গভীর সম্পর্ক ছিল বলিউড ভাইজানের। সেই সম্পর্ক ভেঙে দিয়েছিলেন নায়িকা নিজেই। এতে মনে প্রচণ্ড আঘাত পেয়েছিলেন সালমান। ঐশ্বরিয়ার সঙ্গে সম্পর্ক জোড়া লাগাতে সব রকমেরই চেষ্টা করেছিলেন, কাজ হয়নি। এরপর আর কোনোদিনই ঐশ্বরিয়ার সঙ্গে অভিনয় করেননি, কথা বলাও বন্ধ। তবে কখনই বিরূপ মন্তব্য করেননি।